মাটিরাঙ্গা উপজেলায় আলুটিলার সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে পাহাড়ের পাদদেশে রহস্যময় এক সুরঙ্গ। প্রকৃতির অপরূপ সৃষ্টি বিশাল ঐ সুরঙ্গটি পাহাড়কে একপাশ থেকে অন্য পাশ পর্যন্ত ভেদ করেছে। ঘুটঘুটে অন্ধকার এই সুরঙ্গের ওপর থেকে ঝিরঝির করে পড়ে পানি। সুরঙ্গের ভিতর ঢুকতে হলে মশাল জ্বালিয়ে যেতে হয়। পর্যটন কেন্দ্রেই ০৫ থেকে ১০ টাকা দিয়ে পাওয়া যায় মশাল। গা ছমছম করা অনুভূতি নিয়ে পাহাড়ি সুরঙ্গ পথ বেয়ে নামতে নামতে মনে হবে আপনি যেন পাতালে চলে যাচ্ছেন। পাহাড়ের পাদদেশ থেকে সুরঙ্গের মুখ পর্যন্ত যেতে এক সময় দর্শনাথীদের অনেক কষ্ট করতে হতো। তবে জেলা পরিষদ সেখানে পাঁকা সিঁড়ি নির্মাণ করায় এখন পাহাড়ের চূঁড়া থেকে ২৬৬ টি সিঁড়ি বেয়ে চলে যাওয়া যায় নিচে। আলুটিলা সুরঙ্গের দৈর্ঘ্য প্রায় ২৮২ ফুট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS