মাটিরাঙ্গা আদর্শ উপজেলা খাগড়াছড়ি পার্বত্য জেলার পশ্চিম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি পার্বত্য জেলার জনসংখ্যা ও আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম এ উপজেলার উপজাতি ও অ-উপজাতি মিলে এখানে প্রায় দেড় লক্ষাধিক জনগোষ্ঠির বসবাস। অতি বৃষ্টিতে ধবসে পড়া পাহাড়ের মাটির রং তামাটে লাল থেক ‘‘মাটিরাঙ্গা’’ নাম করণ করা হয়। ১৯৮৩ সালে মাটিরাঙ্গাকে উপজেলা ঘোষণা করা হয়। এ উপজেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত ও পানছড়ি উপজেলার সীমানা, দক্ষিনে রামগড়, পূর্বে খাগড়াছড়ি সদর, মহালছড়ি উপজেলার সীমানা এবং পশ্চিমে ফেণী নদী, ভারতরে ত্রিপুরা রাজ্যের সীমান্ত ও রামগড় উপজেলার সীমানা । এ উপজেলার মোট আয়তন ৪৯৫.৪০ বর্গ কিলোমিটার। এ উপজেলার ১ টি থানা ও ১ টি (তদন্ত কেন্দ্র ১ টি, তবলছড়ি)। উপজেলাটি একটি পৌরসভা ও ০৮টি ইউনিয়ন নিয়ে গঠিত । ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এই উপজেলার মধ্য দিয়ে যাওয়ায় অর্থনীতিতে গুরত্ব অনেক। তাছাড়া পার্বত্য এলাকার মধ্যে মাটিরাঙ্গা একটি আদর্শ ও নান্দনিক উপজেলা বটে। এখানে পাহাড়ী কন্য ঝর্ণা, শতবর্ষী বটগাছ, মাটির নিচ দিয়ে প্রকৃতিক সুড়ঙ্গ এর মতো অবাক করা পর্যটন এস্পর্ট রয়েছে যা এ উপজেলাকে আরো আকর্ষনীয় করে তুলেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS