Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার জনসচেতনতামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।
Details

মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার জনসচেতনতামূলক বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

আজ ২১ জানুয়ারি সকাল ১১.০০ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মাটিরাঙ্গা ভোক্তা অধিকার আইন সংরক্ষণ জনসচেতনতামূলক সেমিনারে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব বিভীষণ কান্তি দাশ।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো:রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবায়দুল হক,মাটিরাঙ্গা থানার (ওসি)তদন্ত মো:শাহিনুর আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:মনিরুজ্জামান মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় এিপুরা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।


সভাপতির বক্তব্যয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ভোক্তা অধিকার আইন সর্ম্পকে ভোক্তাদের অবহিত করেন একজন ভোক্তাকে যদি কোন দোকদার পণ্যর দামের চেয়ে বেশি বা ওজনে কম দেয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেন সবাই কে ভোক্তা অধিকার আইন সর্ম্পকে সচেতন হওয়ার আহবান জানান।


বক্তারা বলেন, দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন হলেও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশই ভোক্তা অধিকার সম্পর্কে অতটা সচেতন নয়। ফলে ভোক্তারা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে মানুষকে অধিকতর সচেতন করে তুলতে প্রচারের উপর গুরুত্বরোপ করেন।

সূত্রঃ https://crimevision.news

Images
Attachments
Publish Date
21/01/2020
Archieve Date
20/11/2029