Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাটিরাঙ্গায় নদী রক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Details

মাটিরাঙ্গা উপজেলায় নদী রক্ষায় উদ্ধুদ্ধকরণ ও সচেতনতাবৃদ্ধি বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

জাতীয় নদী রক্ষা কমিশন ও নদী সমীক্ষা আয়োজনে উপজেলা নদী রক্ষা কমিটির সহায়তায় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রকল্পের টিম লিডার এবিএম সিদ্দিকুর রহমান ফেনী নদী নিয়ে চলমান সমীক্ষার তথ্য উপাত্ত তুলে ধরেন।

একই সময় অন্যান্যের মধ্যে প্রকল্পের ওয়াটার রিসোর্স এক্সপার্ট মো. সাজেদুর রহমান, এনভায়রনমেন্ট এক্সপার্ট মোঃ মনির হোসেন চৌধুরী, ন্যাচারাল রিসোর্স এক্সপার্ট মোঃ মিজানুর রহমান, সোসিওলজিষ্ট সৈয়দ মোসাদ্দেক হোসেন, প্রোগ্রাম অফিসার এ আর এফ খালেকুজ্জামান, প্রোগ্রাম অফিসার সেলিনা সুলতানা,তবলছড়ি গ্রীন হিল কলেজের প্রভাষক মো.আবু তাহের, ইউপি চেয়ারম্যানদের পক্ষে বর্নাল ইউপি চেয়ারম্যান আলী আকবর বক্তব্য রাখেন।

প্রশিক্ষনে অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা মৎস্য অফিসার মো.আরিফুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, মাটিরাঙ্গা ফরেষ্ট রেঞ্জার মো.তারিকুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.মনসুর আলী,পৌর মুক্তি যোদ্ধা কমান্ডার আবুল হাশেম, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান,হিরন জয় ত্রিপুরা,বর্নাল ইউপি চেয়ারম্যান মো:আলী আকবর, আমতলী ইউপি চেয়ারম্যান মো:আব্দুল গনি,গুমতি ইউপি চেয়ারম্যান মো:ফারুক হোসেন লিটন, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো:হুমায়ুন কবির,মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো:জসিম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো:মুজিবুর রহমান ভূইঁয়া,প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক সাগর চক্রবর্তী কমল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় নদী রক্ষা কমিশন নির্মিত খাগড়াছড়ি জেলার ফেনী নদীসহ দেশের নদ-নদীর দখল-দূষণের ওপর নির্মিত ডকুমেন্টরী প্রদর্শিত হয়। নদী রক্ষায় উচ্চ আদালতের দেয়া রায় বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানে, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন ইউপির সচিব, শিক্ষক, হেডম্যান ধর্মীনেতা, মৎস্যজীবি, কৃষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

সূত্র: https://alokitokhagrachari.com/

Images
Attachments
Publish Date
18/02/2020
Archieve Date
28/11/2029