Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা গুহা
স্থান
মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা নামক স্থানে
কিভাবে যাওয়া যায়
মাটিরাঙ্গা থেকে ১১ কিলোমিটার জেলা শহর পথে। অথবা জেলা শহর থেকে মাত্র আট কিলোমিটার পশ্চিমে আলুটিলার অবস্থান
বিস্তারিত

মাটিরাঙ্গা উপজেলায় আলুটিলার সবচেয়ে আকষীয় স্থান হচ্ছে পাহাড়ের পাদদেশে রহস্যময় এক গুহা। প্রকৃতির অপরূপ সৃষ্টি বিশাল ওই গুহাটি পাহাড়কে একপাশ থেকে অন্য পাশ পযন্ত ভেদ করেছে। ঘুটঘুটে অন্ধকার এই গুহার ওপর থেকে ঝিরঝির করে পড়ে পানি। গুহার ভিতর ঢুকতে হলে মশাল জ্বালিয়ে যেতে হয়। পযটন কেন্দেই ৫ থেকে ১০ টাকা দিয়ে পাওয়া যায় মশায়। গা ছমছম করা অনুভূতি নিয়ে পাহাড়ি সুরঙ্গ পথ বেয়ে নামতে নামতে মনে হবে আপনি যেন পাতালে চলে যাচ্ছেন। পাহাড়ের পাদদেশ থেকে গুহার মুখ পযন্ত যেতে এক সময় দশনাথীদের অনেক কষ্ট করতে হতো। তবে জেলা পরিষদ সেখানে পাকা সিড়ি নিমান করায় এখন পাহাড়ের চূড়া থেকে ২৬৬ টি সিড়ি বেয়ে চলে যাওয়া যায় নিচে। আলুটিলা সুরঙ্গের দৈঘ্য প্রায় ২৮২ ফুট।