Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

মাটিরাঙ্গা আদর্শ উপজেলা খাগড়াছড়ি পার্বত্য জেলার পশ্চিম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি পার্বত্য জেলার জনসংখ্যা ও আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম এ উপজেলার উপজাতি ও অ-উপজাতি মিলে এখানে প্রায় দেড় লক্ষাধিক জনগোষ্ঠির বসবাস। অতি বৃষ্টিতে ধবসে পড়া পাহাড়ের মাটির রং তামাটে লাল থেক ‘‘মাটিরাঙ্গা’’ নাম করণ করা হয়। ১৯৮৩ সালে মাটিরাঙ্গাকে উপজেলা ঘোষণা করা হয়। ১৯৮৩ সালে মাটিরাঙ্গাকে উপজেলা ঘোষণা করা হয়। এ উপজেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমামত্ম ও পানছড়ি উপজেলা দক্ষিণে গুইমারা উপজেলা, পূর্বে খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলা এবং পশ্চিমে ফেণী নদী, ভারতের ত্রিপুরা রাজ্যের সীমামত্ম ও রামগড় উপজেলা। উপজেলাটি ২২৫৭র্ থেকে ২৩২৪র্ উত্তর অংশ এবং ৯১৪৫র্ থেকে ৯১৫৯র্ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এ উপজেলার মোট আয়তন ৪৪১.৪০ বর্গ কি. মি.। (সূত্র : আদমশুমারি রিপোর্ট ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)।   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এই উপজেলার মধ্য দিয়ে যাওয়ায় অর্থনীতিতে গুরত্ব অনেক। তাছাড়া পার্বত্য এলাকার মধ্যে মাটিরাঙ্গা একটি আদর্শ ও নান্দনিক উপজেলা বটে। এখানে পাহাড়ী কন্য ঝর্ণা, শতবর্ষী বটগাছ, মাটির নিচ দিয়ে ‍প্রকৃতিক সুড়ঙ্গ এর মতো অবাক করা পর্যটন এস্পর্ট রয়েছে যা এ উপজেলাকে আরো আকর্ষনীয় করে তুলেছে।