সড়ক যোগাযোগ এই উপজেলার যাতায়াতের একমাত্র মাধ্যম। উপজেলার সাথে জেলা শহর খাগড়াছড়ি পার্বত্য জেলা ও পার্শ্ববর্তী উপজেলার সাথে পাকা সড়কপথে যোগাযোগ রয়েছে। সড়ক পথে চট্টগ্রাম এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি গোমতি ইউনিয়ন থেকে মাটিরাঙ্গা হয়ে খাগড়াছড়ি পর্যন্ত পাকারাস্তা, অন্যদিকে মাটিরাঙ্গা থেকে তাইন্দং ইউনিয়নে সর্ব উত্তরে ভগবান টিলা পর্যন্ত গাড়ী যোগাযোগের মাধ্যম হিসেবে আধাপাকা রাস্তা রয়েছে। মাটিরাঙ্গা উপজেলা থেকে প্রতিটি ইউনিয়নে গাড়ী চলাচলের উপযোগী কাঁচা ও আধাপাকা এবং কাঁচা রাস্তার পরিমাণ ১৫০ কি: মি:।
যোগাযোগের জন্য তথ্য:
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোন: ০২-৩৩৩৩৪৫২০১
ফ্যাক্স: ০৩৭১-৯৬০০৩
মোবাইল: ০১৫৫০৬০৪৫২৩
ইমেইল: matirangauno@gmail.com
ওয়েবসাইট: //www.matiranga.khagrachhari.gov.bd
ফেসবুক পেজ: //www.facebook.com/unomatiranga/
ফেসবুক আইডি: //www.facebook.com/people/Uno-Matiranga/100023989658707/
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস