Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মাটিরাঙ্গা শতবর্ষী বটগাছ
স্থান
মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া নামক স্থানে অবস্থিত শতবর্ষী বটগাছ
কিভাবে যাওয়া যায়
মাটিরাঙ্গা থেক খেদাছড়া
বিস্তারিত

মাটিরাঙ্গার খেদাছড়ার কাছাকাছি এলাকায় রয়েছে শতবর্ষী  এক বটগাছ। এই গাছ শুধু ইতিহাসের সাক্ষী নয়, এ যেন দর্শানাথীদের জন্য আশ্চর্য এক বস্তু। পাঁচ একরেরও বেশি জায়গাজুড়ে রয়েছে এ গাছ। মূল বটগাছটি থেকে নেমে আসা প্রতিটি ঝুড়িমূল কালের পরিক্রমায় এক একটি নতুন বটবৃক্ষে পরিণত হয়েছে। আশ্চর্যের বিষয়, ঝুড়ি মূল থেকে সৃষ্টি প্রতিটি গাছ মূল গাছের সঙ্গে সন্তানের মতোই জড়িয়ে আছে। স্থানীয়দের মতে, এ বটবৃক্ষের নিচে বসে যিনি শীতল বাতাস লাগাবেন তিনিও শতবর্ষী হবেন।