মাটিরাঙ্গা উপজেলায় প্রাকৃতিক সম্পদ একটি অর্থনৈতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদের উপর এদের জীবন নির্ভরশীল। মাটিরাঙ্গা উপজেলার কয়েকটি প্রাকৃতিক সম্পদের নাম নিম্নে তালিকা অনুযায়ী দেওয়া হলো।
১। কৃষিজ: কৃষিজ প্রধান ফসল গুলো হল ধান, জুম, গম, ভূট্রা, সরিষা, তুলা, আখ হলুদ, ও শাকসবজি ইত্যাদি।
২। ফলমূল: আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, পেয়ারা, লেবু, লেচু, কমলা, আমলকি, জাম, আতাঁ,ছবেদা, ইত্যাদি।
৩। বনজ: সেগুন, গামারী, কড়ই, গর্জন, চাপালিশ, জারুল ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস