Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা একটি উপজাতি এবং অ-উপজাতি অধ্যুষিত এলাকা ।  তিনটি উপজাতির খেলাধুলা ও সংস্কৃতি ভিন্ন প্রকৃতির। 

উপজাতীয়দের খেলার মধ্যে

১। ঘিলা খেলা,

২। বাঁশ খরম দৌড়,

৩। লাদেং খেলা,

৪। পানি খেলা, ইত্যাদি উল্লেখযোগ্য ।

 

তাছাড়া এই উপজেলায় ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, হা-ডু-ডু, ক্যারাম, দাবা, টেবিল টেনিস, লং টেনিস, হ্যান্ডবল, লুডু, ভলিবল ইত্যাদির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে । সকলে এই খেলা খেলে এবং জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে । এখানে খেলাধুলার জন্য মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ মাঠ ও মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ রয়েছে । বালক-বালিকাদের জন্য বিভিন্ন ক্লাব, সংগঠন ও সুযোগ-সুবিধা রয়েছে ।