মাটিরাঙ্গা উপজেলা (খাগড়াছড়ি জেলা) আয়তন: ৪৯৫.৪০ বর্গ কিমি। অবস্থান: ২২°৫৭´ থেকে ২৩°২৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৪৫´ থেকে ৯১°৫৯´ পূর্ব দ্রাঘিমাংশ।সীমানাঃ- উত্তরেঃ ভারতের ত্রিপুরা রাজ্যের সীমানা ও পানছড়ি উপজেলা দক্ষিণেঃ গুইমারা উপজেলা, পূর্বে ঃ খাগড়াছড়ি সদর উপজেলা ও মহালছড়ি উপজেলা, পশ্চিমেঃ ফেনী নদী, ভারতের ত্রিপুরা রাজ্যের সীমানা ও রামগড় উপজেলা । মাটিরাঙ্গা উপজেলার মোট আয়তন ৪৪১.৪০ বর্গ কিঃ মিঃ
জনসংখ্যা ১,০৮,৭৫৩ জন। (পুরম্নষ-৫৫,১০০ জন, মহিলা-৫৪৬৫৩ জন) - (২০১১ আদম শুমারী অনুযায়ী) । মুসলিম ৮৪০২৬, হিন্দু ২৮৯২৬, বৌদ্ধ ১২৭২১, খ্রিস্টান ৪৬৫ এবং অন্যান্য ২৬৯। এ উপজেলায় ত্রিপুরা, চাকমা, মারমা প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
জলাশয় গোমতি, পিলাক ও ফেনী নদী এবং ধলিয়া খাল উল্লেখযোগ্য।
প্রশাসন মাটিরাঙ্গা থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
উপজেলা মাটিরাঙ্গা | ||||||||
পৌরসভা | ইউনিয়ন | মৌজা | গ্রাম | জনসংখ্যা | ঘনত্ব(প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) | ||
শহর | গ্রাম | শহর | গ্রাম | |||||
০১ | ০৮ | ২৮ | ৪১৯ | ৮৩০৬ | ৯৮০১৬ | ২৫৬ | ৭৫% | ৪৪.২% |
উপজেলা শহর | ||||
আয়তন (বর্গ কিমি) | মৌজা | লোকসংখ্যা | ঘনত্ব (প্রতি বর্গ কিমি) | শিক্ষার হার (%) |
১৪৮.৬২ | ৪ টি | ৩৬০৪৯ | ৩২০৭ | ৫৭.৮৩ |
ইউনিয়নের নাম ও জিও কোড |
আয়তন (বর্গ কি: মি:) |
লোকসংখ্যা |
শিক্ষার হার (%) |
||
|
পুরুষ |
মহিলা |
|
||
গোমতি ৪৭ |
৪৯.২১ |
৬১৪৭ |
৬১৬৯ |
৩৫.২৪ |
|
তবলছড়ি ৭৬ |
৩১.০৮ |
৯০৭২ |
৯২৭২ |
৩৫.৪৯ |
|
তাইন্দং ৮৩ |
৪৪.০৩ |
৬৯৫৯ |
৬৯৭৬ |
৩৭.৬৯ |
|
বড়নাল ১১ |
৩৮.৮৫ |
৪৯৪১ |
৪৬৪৫ |
৪১.৬১ |
|
বেলছড়ি ২৩ |
৪৬.৬২ |
৬৩৮৮ |
৬৫৯৪ |
৩৯.৬৯ |
|
মাটিরাঙ্গা ৫৯ |
১৪৮.৬২ |
১৮৪১৫ |
১৭৬৩৪ |
৫৭.৮৩ |
|
আমতলী |
৫৪.৩৯ |
৪১৫৫ |
৪১৭১ |
৪১.৯০ |
সূত্র আদমশুমারি রিপোর্ট ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ আলুটিলা চৈত্য বৌদ্ধ বিহার, ভগবান টিলা, শতবর্ষী বটগাছ, আলুটিলা রিছাং ঝরনা, আলুটিলা সুরঙ্গ।
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ১৬২, বৈীদ্ধ মন্দির ৩৫, প্যাগোডা ৭৮, তীর্থস্থান ১ (মাতাই পুখিরি)। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান: মাটিরাঙ্গা জামে মসজিদ, তৈলাফাং শিব মন্দির, গুমতি শিব মন্দির।
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৪.২%; পুরুষ ৬৭.১%, মহিলা ৩৮%। কলেজ ২, মাধ্যমিক বিদ্যালয় , প্রাথমিক বিদ্যালয় ৯৫, কমিউনিটি স্কুল ১২, বয়স্ক শিক্ষা কেন্দ্র ৪, মাদ্রাসা ৬। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ (১৯৯২), মাটিরাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, তবলছড়ি টি.কে উচ্চ বিদ্যালয় (১৯৫২), তবলছড়ি কদমতলি হাইস্কুল (১৯৫৯), মাটিরাঙ্গা কারিগরি ইনস্টিটিউট, তাইন্দং ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা (১৯৮২)।
পত্র-পত্রিকা ও সাময়িকী সাপ্তাহিক: পার্বত্য বাণী।
সাংস্কৃতিক প্রতিষ্ঠান লাইব্রেরি ১, মহিলা সংগঠন ৪, খেলার মাঠ ২০, ক্লাব ১০।
জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি ৬০.৫%, অকৃষি শ্রমিক ৯.৭৯%, শিল্প ০.৪৬%, ব্যবসা ১১৯.৬%, পরিবহণ ও যোগাযোগ ১.৫৩%, চাকরি ১০.৪৯%, নির্মাণ ১.৫৬%, ধর্মীয় সেবা ১.২৮%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ০.৫% এবং অন্যান্য ১০.২৯%।
কৃষিভূমির মালিকানা ভূমি মালিক ৫৫.৯২%, ভূমিহীন ৪৫.০৮%। শহরে ২৬.৭৯% এবং গ্রামে ৩৭.৬৮% পরিবারের কৃষিজমি রয়েছে।
প্রধান কৃষি ফসল ধান, রাবার, আখ, আলু, ভূট্টা, তুলা, অড়হর, শাকসবজি।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি পাট, কাউন, সরিষা, তিল, মানকচু।
প্রধান ফল-ফলাদিব কাঁঠাল, কলা, আম, জাম, লিচু, পেঁপে, লেবু, আনারস, কুল, আতা, পেয়ারা, কামরাঙা, বেল, বাতাবি লেবু।
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ৭৬, হাঁস-মুরগি ৪০, হ্যাচারি ১।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন গরুর গাড়ি।
শিল্প ও কলকারখানা স’মিল, আটাকল, প্লাইউড ফ্যাক্টরি, ব্রিকফিল্ড।
কুটিরশিল্প মৃৎশিল্প, সূচিশিল্প, তাঁতশিল্প, বাঁশের কাজ, বেতের কাজ, কাঠের কাজ।
হাটবাজার ও মেলা মাটিরাঙ্গা হাট, গুইমারা হাট, তবলছড়ি হাট, বেলছড়ি হাট, গুমতি হাট, তাইনডং হাট ও ক্যাজরী চৌধুরীর মেলা উল্লেখযোগ্য।
প্রধান রপ্তানিদ্রব্য কাঠ, ধান, তুলা, কলা, পেঁপে।
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ২০.১৮% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
পানীয়জলের উৎস নলকূপ ৬৭.৮%, ট্যাপ ১০.২৬%, পুকুর ৪.৬৬% এবং অন্যান্য ৩৮.২৮%।
স্যানিটেশন ব্যবস্থা এ উপজেলার ১৯.৮৬% (গ্রামে ১৫.৭১% এবং শহরে ৭৫.৭৯%) পরিবার স্বাস্থ্যকর এবং ৬৪.৮১% (গ্রামে ৬৮.০৩% এবং শহরে ২১.৩৬%) পরিবার অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহার করে। তবে ১০.৩৩% পরিবারের কোনো ল্যাট্রিন সুবিধা নেই।
স্বাস্থ্যকেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, পরিবার পরিকল্পনা কেন্দ্র ৮, পল্লীস্বাস্থ্য কেন্দ্র ১, উপস্বাস্থ্য কেন্দ্র ৩।
ব্যাংক-৪ টি, এনজিও ব্র্যাক-১২ টি
তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০১১, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো;
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস