Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পৌরসভা

 

পৌরসভার সংক্ষিপ্ত বিবরণ পার্বত্য খাগড়াছড়ি জেলা চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি-ঢাকা মহাসড়কের পাশ্বে উন্নয়নশীল ও ক্রমবর্ধিষ্ণু এক গুরত্বপূর্ণ শহর মাটিরাঙ্গা। গুইমারা ও মাটিরাঙ্গা ইউনিয়নের আংশিক অংশ নিয়ে ২৫.৫ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ‘‘গ’’ শ্রেণীভূক্ত অত্র মাটিরাঙ্গা পৌরসভা ২০০২ ইং সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় ৩২ (বত্রিশ) হাজার জনবসতির অধিকাংশই দারিদ্রে জর্জরিত। এলাকাবাসীর হোল্ডিং ট্যাক্স ও কিছু ব্যবসায়িক সহযোগিতায় সামান্য জনবল দিয়ে এবং মন্ত্রণালয়ের নির্ধারিত থোক বরাদ্দ দ্বারা পৌরসভার নানাবিধ সমস্যা মেটানো, নিয়মিত ষ্ট্রীট লাইট, শহর পরিচ্ছন্ন, রাস্তা - ঘাট নির্মাণ, ড্রেন নির্মাণ ইত্যাদি কার্যক্রম সচল রাখা দুরূহ বটে তথাপি পৌরসভা পৌরবাসীর কাঙ্খিত সেবা প্রদানের নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

 

পৌরসভার নাম  : মাটিরাঙ্গা পৌরসভা

স্থাপিত           : ৩০ নভেম্বর-২০০২

শ্রেনী              : ‘‘গ’’ শ্রেণী

উপজেলা         : মাটিরাঙ্গা

জেলা             : খাগড়াছড়ি।

বিভাগ            : চট্টগ্রাম।

 

আয়তন           : ২৫.৫০ বর্গকিলোমিটার

ওয়ার্ড সংখ্যা    : ০৯টি

জনসংখ্যা        :  ৩৬০৪৯ (পুরুষ- ১৮৪১৫ এবং মহিলা-১৭৬৩৪) জন।