খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় টেকসই মৌ চাষ উন্নয়ন এবং মধু বিপননের মাধ্যমে মৌ চাষীদের আয় বৃদ্ধিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১মার্চ) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে ৪ দিনব্যাপি পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ শীর্ষক প্রকল্পের আওতায় মৌ চাষের উপর প্রতি ব্যাচে ২৮জন প্রশিক্ষার্থী করে দুই ব্যাচে ৪দিনে ৫৬জনকে মৌ চাষের উপর প্রশিক্ষন দেওয়া হবে।
সহযোগিতায় স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন সিএইচটি (এসআইডি) ইউএনডিপি।
প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।
মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়কারী কল্যাণ মিত্র দেওয়ানের সঞ্চালনায় পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সভাপতিত্ব করেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (৩য় পর্যায়) পার্বত্য জেলা পরিষদের জেলা কর্মকর্তা মো. শাহজাহান আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের কৃষিও খাদ্য নিরাপওা প্রকল্পের মার্কেটিং ডেভেলপমেন্ট ফেসিলিটেটর মো. রবিউল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল প্রমুখ।
উপজেলায় বেকার যুবক ও কৃষকের জন্য মৌ চাষের উপর ৪দিনব্যাপি প্রশিক্ষণ ব্যবস্থা করার জন্য পার্বত্য জেলা পরিষদ কে ধন্যবাদ জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। অনুষ্ঠানে মৌ-চাষী,মৌ ফসল উৎপাদনকারী, সাংবাদিক, এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস