মাটিরাঙ্গায় ই-ফাইল নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
মাটিরাঙ্গায় ই-ফাইল নথি বিষয়ক ০৪ দিনব্যাপী প্রশিক্ষণ শরু হয়েছে। আজ সকাল ৯.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে ই-ফাইল নথি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রতিটি বিভাগের কর্মকর্তা ও কম্পিউটার অপারেটরগন ২ জন করে অংশ গ্রহন করেন এবং প্রতিটি কর্মকর্তাকে কম্পিউটার বিষয়ে ধারনা দেওয়া হয় , যাতে করে পরবতীর্তে কোন কর্মকর্তার কার্যালয়ে কম্পিউটার অপারেটরকে প্রযুক্তির দিক থেকে পিছিয়ে পড়তে না হয়। অনুষ্ঠানে অতিথিরা আরো বলেন বর্তমান যুগ প্রযুক্তির এক নতুন অধ্যায়। যেখানে ঠিকে থাকতে হলে আমাদের কম্পিউটারের নতুন নতুন সব প্রযুক্তি সর্ম্পকে অবগত হতে হবে। তাহলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে।তাই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি কর্মকতার কার্যালয়ের কম্পিউটার অপারেটরগণকে আরো বেশি প্রযুক্তি নির্ভর দক্ষ অপারেটর হওয়ার আহবান জানান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস