ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব'-এ শ্লোগানে মাটিরাঙ্গায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহায়তায় উপজেলা নির্বাচন অফিস নানা কর্মসূচি গ্রহণ করে।
উপজেলা পরিষদ অডিটোরিামে উপজেলা নির্বাচন অফিসার এস. এম. মহীউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিভীষণ কান্তি দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রহিম,সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আরিফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব হুমায়ুন কবির পাটোয়ারী।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ অডেটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ভোটার সেবা কার্যক্রমও গ্রহণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস