মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১০.৩০ ঘটিকার সময় মাটিরাঙ্গায় ১ম জাতীয় বীমা দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’’ এই শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মুখ থেকে র্যালী বের হয়ে মাটিরাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ আশ্রাফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিভীষণ কান্তি দাশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ ওবায়দুল হক। এতে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর জেলা কো-অডিনেটর জনাব মোঃ আলী হোসেন প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস